আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দৃশ্যমান হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যা গরিষ্ঠতা হারালেও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৬টি আসন জিতেছে। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন।
অপরদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট পেয়েছে ২৩২টি আসন। অন্যান্য দল মিলে ২০৪টি আসন পেয়েছে।
এককভাবে দল হিসেবে ২৪১ টি আসন পেয়েছে বিজেপি। আর কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। এদিকে, কমিশন ঘোষিত ৫৩ আসনের ৩৬টিই জিতেছে বিজেপি।
মোদির এনডিএ জোট সরকার গঠনের জন্য এখন পর্যন্ত ২৯৬টি আসনে এগিয়ে রয়েছে। যার মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে আছে ২৪১টি আসনে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।