ভিডিও

কমেছে মোদির ভোট, এগিয়েছেন রাহুল

প্রকাশিত: জুন ০৫, ২০২৪, ০১:২৪ দুপুর
আপডেট: জুন ০৫, ২০২৪, ০৩:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে ভোটপ্রাপ্তির দিক থেকে নরেন্দ্র মোদির চেয়েও বড় ব্যবধানে এগিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ দুই নেতা উত্তর প্রদেশে লড়েছেন। নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন। তবে মোদির চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী।

মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, উত্তর প্রদেশের বারাণসী থেকে লড়াই করা মোদি ৫ লাখ ৬০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাইয়ের চেয়ে ১ লাখ ৫২ হাজার ৫১৩ ভোট বেশি পেয়েছেন তিনি। এটি এই আসনে মোদির টানা তৃতীয় জয় হলেও, গত নির্বাচনের চেয়ে এবার তার ভোট কমেছে। 

বারাণসীতে এবার মোদির ভোট কমেছে ৯ শতাংশের বেশি। তিনি এবার পেয়েছেন ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট, যা মোট প্রাপ্ত ভোটের ৫৪.২৪ শতাংশ। অন্যদিকে অজয় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট বা ৪০.৭৪ শতাংশ। ২০১৯ সালে মোদি পেয়েছিলেন ৬৩.৬২ শতাংশ ভোট।  এর আগে, ২০১৪ সালের নির্বাচনে মোদি আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে ৪ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর ২০১৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবের চেয়ে ৪ লাখ ৮০ হাজারেরও বেশি ভোটে জয় তুলে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি মাত্র দেড় লাখ ভোট বেশি পেয়েছেন।  

অন্যদিকে, একই প্রদেশের রায়বেরেলিতে দাঁড়ানো রাহুল গান্ধী বড় জয় পেয়েছে। আসনটিতে প্রায় ৪ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এই আসনে রাহুল পেয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ২৬১ ভোট। অন্যদিকে মোদির সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৬৪৬ ভোট। এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদেও বড় জয় তুলে নিয়েছেন রাহুল। নির্বাচন কমিশনের তথ্যানুসারে, গান্ধী পরিবারের এ সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাড়ে ৩ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। সেখানে রাহুল পেয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ২৩ ভোট। 

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও আসনটিতে বিশাল সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন রাহুল। সেবার ১০ লাখ ৯২ হাজার ১৯৭ ভোটের মধ্যে তার পক্ষেই পড়েছিল ৭ লাখ ৬ হাজার ৩৬৭ ভোট। সূত্র: হিন্দুস্তান টাইমস



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS