ইরানে একটি ‘শয়তানবাদী’ জমায়েতে অভিযান চালিয়ে মদ্যপায়ীসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি সপ্তাহে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (৬ জুন) স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
অভিযানের স্থান উল্লেখ না করে ইরানি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। মাজানদারান প্রদেশে এই ঘটনা ঘটেছে।
প্রাদেশিক পুলিশ প্রধান দাউদ সাফরিজাদেহের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ঘটনাস্থলে পাওয়া মাদক জব্দ করেছে পুলিশ। এছাড়া সেখানে ‘শয়তানবাদের আলামত’ পেয়েছে পেয়েছে তারা। দাউদ বলেন, বিভিন্ন প্রদেশ থেকে এখানে মানুষ এসেছেন।
এর আগে শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অভিযানে চালিয়ে ৩৫ জনকে আটক করেছিল পুলিশ। এছাড়া মে মাসে ‘শয়তানবাদ’ প্রচারের জন্য রাজধানী তেহরানের পশ্চিমে তিন ইউরোপীয়সহ ২৫০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।
রক ও হেভি মেটাল মিউজিক কনসার্টকে শয়তানবাদী জমায়েত হিসেবে চিহ্নিত করেছে শিয়া মুসলিম অধ্যুষিত দেশটির কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।