আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে ভারি বৃষ্টিতে হঠাৎ বন্যা দেখা দিয়েছে, এতে বেশ কয়েকটি নিচু শহরতলি এলাকা থেকে দুর্গতদের উদ্ধার ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি কর্তৃপক্ষগুলো বলেছে, শনিবার তারা ১৩টি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ও সিডনির বাসিন্দাদের কাছ থেকে সাহায্যের অনুরোধ জানিয়ে করা ২৯৭টি কল রিসিভ করেছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে ভারি বৃষ্টিতে বন্যা দেখা দেওয়ায় এমনটি ঘটেছে বলে জানিয়েছে তারা। শহরটির বাসিন্দা প্রায় ৫০ লাখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।