ভিডিও

টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: জুন ০৯, ২০২৪, ০৮:৩১ রাত
আপডেট: জুন ১০, ২০২৪, ১০:২৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় বারেরমত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। মন্ত্রীসভার ৭২ সদস্যও একযোগে শপথ নেন মোদির সঙ্গে। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে শপথ নেন মন্ত্রীসভার সদস্যরা।

খবর : এনডিটিভি।

এই অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় আট হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের মধ্যে বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রয়েছেন। আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে নয়াদিল্লির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শপথ নেয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদী। তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS