আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১২ জুন) ভোরে এই হামলা চালালো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। খবর : রয়টার্স
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থাগুলো শহরের কাছাকাছি স্থানে রাশিয়ার ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, আক্রমণের সময় রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে। তবে হামলার পরিসর তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
কিয়েভে হামলার সময় রাশিয়া ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কিয়েভ ও এর আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।