ভিডিও

গরমে শুয়েছিল বাড়ির বাইরে, ট্রাকচাপায় এক পরিবারের ৮ জনের মৃত্যু 

প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট: জুন ১২, ২০২৪, ০৮:০০ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ঘরের ভেতর গরমে টেকা দায়, তাই রাতে বাড়ির বাইরে ঘুমাচ্ছিল এক পরিবার। রাতে বালুবোঝাই ট্রাকের চাপায় মৃত্যু হয় ওই পরিবারের আট জনের। আহত হয়েছে এক শিশু। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে ভারতের উত্তরপ্রদেশের হারদইয়ের মাল্লাওয়ান এলাকায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাকটি কানপুর থেকে হারদই যাচ্ছিল। বালুবোঝাই ট্রাকটি অতিরিক্ত ওজনের কারণে উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, গরমের কারণে ভুক্তভোগী পরিবারটি বাড়ির বাইরে ঘুমাচ্ছিল।  হারদোই জেলার ম্যাজিস্ট্রেট বলেন, এ ঘটনায় একটি মেয়ে ছাড়া বাকি সবাই মারা গেছে। হারদইর পুলিশ কর্মকর্তা কেসি গোস্বামী বলেন, ‘আমরা ট্রাকটির চালক ও তাঁর সহযোগীকে আটক করেছি। ঘটনার আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS