কোরবানি উপলক্ষে বিক্রির জন্য আনা ছাগলের দাঁত দেখেন এক ক্রেতা। ছাগলটির দাঁতও ছিল।
কিন্তু সেটি ছিল প্লাস্টিকের। বিষয়টি বুঝতে পারেন ওই ক্রেতা। পরে প্রতারণার অভিযোগে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশনের এক প্রতিবেদেনে এ খবর জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ জুন) পাকিস্তানের করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
ভিডিও চিত্রে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করে।
জব্দ করা হয় তার সাতটি ছাগল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রেতা পুলিশকে বলেছেন, তার বাড়ি সিন্ধু প্রদেশে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন।
এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।