ভিডিও

মিয়ানমারে ২০২৫ সালে হবে নির্বাচন : ঘোষণা জান্তাপ্রধানের

প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট: জুন ১৮, ২০২৪, ১১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

আগামী বছর ২০২৫ সালে মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচন হবে। দেশটিতে ক্ষমতসীন জান্তা বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লেইং সম্প্রতি এই ঘোষনা দিয়েছেন।

সে দিন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের মেইকতিলায় সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘বর্তমান অন্তবর্তি সরকার ২০২৪ সালে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত, মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের ৮ নভেম্বর। সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS