ভিডিও

ক্ষতিপূরণ চেয়ে নাসাকে নোটিশ মার্কিন দম্পতির

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ১০:০২ রাত
আপডেট: জুন ২৩, ২০২৪, ১০:০২ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পতিত হওয়ার কারণে বাড়ির ছাদের ক্ষয়ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ দিয়েছেন এক মার্কিন দম্পতি।

গত শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মামলা করেছেন ওই দম্পতি। এতে বলা হয়েছে, গত ৮ মার্চ আকাশ থেকে ওই দম্পতির বাসভবনের ছাদে পতিত মার্কিন স্যাটেলাইটের একটি ধ্বংসাবশেষ। সেটির ওজন ছিল ৭০০ গ্রামের কিছু বেশি।

এই পতনের জেরে ছাদের একাংশে ফুটো সৃষ্টি হয়েছে। পরে এক বিবৃতিতে নাসা নিশ্চিত করেছে যে ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যাবহৃত ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ।

২০২১ সালে প্যালেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বর্জ হিসেবে ফেলে দেওয়া হয়েছিল এবং পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের পর প্যালেটটির বিভিন্ন অংশ পুড়ে নিশ্চিহ্ন  গেলেও কিছু অংশ অক্ষত থেকে যায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS