ভিডিও

মাদককান্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের জেল

প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০৯:০৪ রাত
আপডেট: জুন ২৭, ২০২৪, ১১:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হারনানডেজকে ৪৫ বছর কারাদন্ড দিয়েছে একটি মার্কিন আদালত। পাশাপাশি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাকে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বিচারক কেভিন ক্যাস্টেল তাকে এই সাজা দিয়েছেন। গত মার্চে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছিল নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত। রায় দেওয়ার সময় বিচারক বলেন, ‘এই মামলা বুঝিয়ে দিল, কোনো ব্যক্তি যতই বড় হোক না কেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। বিচারক কেভিন আরও জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন তিনি। শুধু তা-ই নয়, এই পর্বেও তার মূল রোজগারের রাস্তা ছিল মাদক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS