আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন এলাকায় সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে চার শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি গতকাল শনিবার সতর্ক করে বলেছেন, ভিলনিয়ান্সক গ্রামে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেছেন, জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার সাতজন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন শিশু রয়েছে। এছাড়া ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেঙ্কো বলেছেন, জাপোরিঝঝিয়া থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলনিয়ান্সক অন্তত ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, দিনের আলোতে এই হামলা চালানো হয়েছে- যেখানে লোকেরা সপ্তাহান্তে তাদের অবসর সময় কাটাচ্ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।