ভিডিও

শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে নেপালে ধর্মগুরুর ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: জুলাই ০১, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট: জুলাই ০১, ২০২৪, ০৮:১১ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে রাম বাহাদুর বামজোন নামের এক ধর্মগুরুকে ১০ বছর কারাবাসের সাজা দিয়েছেন নেপালের একটি আদালত। দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলা সারহালির জেলা আদালত সোমবার এই রায় ঘোষণা করেছেন।

কারাবাসের পাশাপাশি বামজোকে ৩ হাজার ৭৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪০ হাজার ৬৫৩ টাকা) জরিমানাও করেছেন বিচারক। সারহালি জেলা আদালতের কর্মকর্তা সিকিন্দার কাপার রয়টার্সকে নিশ্চিত করেছেন এই তথ্য।  

‘বুদ্ধবালক’ নামে পরিচিত বামজোনের বয়স বর্তমানে ৩৩ বছর। ধর্মগুরু হিসেবে তার উত্থান ঘটে

ধর্মগুরু হিসেবে বামজোনের উত্থান ঘটে ২০০৫ সালে। ওই সময় ১৪ বছর বয়স ছিল তার। নেপালের দক্ষিণপূর্বাঞ্চলের নিবিড় জঙ্গলে একটি গাছের নিচে তাকে ধ্যানরত অবস্থায় আবিষ্কার করেন কয়েকজন মানুষ। তারপর রাতারাতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। পরিচিতি পাওয়ার পরও প্রায় ১০ মাস ওই গাছের নিচেই অবস্থান নিয়েছিলেন বামজোন।

পরিচিতি পাওয়ার পর থেকে তার ভক্তের সংখ্যা বাড়তে থাকে এবং এক সময় বন ছেড়ে রাজধানী কাঠমাণ্ডুতে এসে আবাস গাড়েন বামজোন। গত জানুয়ারি মাসে শিশুদের নিপীড়নের অভিযোগে কাঠমাণ্ডুর আবাস থেকে বামজোনকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ।


আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স, কিন্তু তা সম্ভব হয়নি। তবে বামজোনের আইনজীবী দিলীপ কুমার ঝা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS