আন্তর্জাতিক ডেস্ক : বই বিশ্বের অন্যতম মূল্যবান জিনিসের মধ্যে একটি। বইটি ভূতের বই হিসেবেই পরিচিত। যা সম্প্রতি বিক্রি হয়েছে (বাংলাদেশী টাকায়) ৯ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকায়। বইটি প্রথম ছাপা হয়েছিল ১৮১৮ সালে।
ব্রিটিশ এক নারী লেখক মেরি শেলির লেখা এই বই। ১৮১৮ সালে প্রকাশিত বইটির একটিমাত্র কপিই ব্যক্তিগত সংগ্রহে ছিল। আর সেই বইটিই এবার উঠল নিলামে। তারপরই ঘটল অভাবনীয় ঘটনা। নিলামে বইটির দাম উঠলো ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকা! মাত্র ২১ বছর বয়সে লেখা এই বই আজও দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে।
বইটির নাম ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্য মডার্ন প্রমিথিউস’। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র, যা আজও বিশ্বজুড়ে আলোচিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।