ভিডিও

জরিপে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট: জুলাই ২৪, ২০২৪, ০৭:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রয়টার্সের চালানো সর্বশেষ জরিপে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 
নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এবং কমলা হ্যারিসকে সমর্থন জানানোর পরই এই জনপ্রিয়তা বেড়েছে।

রয়টার্স জরিপে দেখা গেছে কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে দুই (৪৪-৪২) পয়েন্টে এগিয়ে আছেন।

গত সপ্তাহে যে জরিপ চালানো হয়েছিল সেটিতে বাইডেন ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে ছিলেন।

নতুন জরিপটি চালানো হয়েছে সোমবার এবং মঙ্গলবার। এর আগে ১৫-১৬ জুলাইয়ের জরিপে ট্রাম্প এবং হ্যারিসের পয়েন্ট সমান সমান ছিল। আর ১-২ জুলাইয়ের জরিপে ট্রাম্প এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন।

তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইনের এক কর্মী বলেছেন, জরিপে কমলা হ্যারিস এগিয়ে থাকার অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা বেড়েছে। মূলত গত কয়েকদিন ধরে তিনি মিডিয়ার কাভারেজ পাওয়ায় তার পয়েন্ট বেড়েছে।

গত মাসে ট্রাম্পের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন বাইডেন। ওই বিতর্কে শোচনীয়ভাবে পরাজয় হয় প্রেসিডেন্ট বাইডেনের। এরপরই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে তার উপর চাপ বাড়তে থাকে। অবশেষে গত রোববার তিনি সরে যাওয়ার ঘোষণা দেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS