শেখ হাসিনার পতন
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে চলমান এসব ঘটনাবলীর মধ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। একইসঙ্গে দেশটি বাংলাদেশের শান্তিপূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছে।
বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বুধবার বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের অবসান ঘটানো মারাত্মক বিক্ষোভের পর বাংলাদেশ ‘শান্তিপূর্ণভাবে এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে’ বলেও আশা প্রকাশ করেছে দেশটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।