ভিডিও

উগান্ডায় আবর্জনার স্তূপধসে নিহত ৮

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০১:০২ দুপুর
আপডেট: আগস্ট ১১, ২০২৪, ০১:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার রাজধানী কাম্পালায় ভূমিধসে আটজন প্রাণ হারিয়েছেন। নগরের একটি আবর্জনার ভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। খবর : রয়টার্স।

উগান্ডার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ভারি বৃষ্টির মধ্যে আবর্জনার বিশাল একটি স্তূপ ধসে পড়ে। এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে। রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের ছয়জন পূর্ণবয়স্ক ও দুইজন শিশু। উদ্ধার অভিযান এখনো চলমান আছে। সরকারি ও রেডক্রসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এ পর্যন্ত তারা ১৪ জনকে উদ্ধার করেছে।

কিতেজি নামে পরিচিত আবর্জনার স্তূপটি রাজধানীর বর্জ্য ফেলার একমাত্র জায়গা। বহু বছর ধরে সেখানে বর্জ্য ফেলায় আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। গত কয়েকদিন ধরে উগান্ডায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। এতে বন্যা ও ভূমিধসের ঘটনা বেড়েছে। তবে এর আগে মৃত্যুর খবর পাওয়া যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS