আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জার্মানির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার রাত পৌনে ১০টায় জার্মানির পশ্চিমাঞ্চলের শহর জোলিঙ্গেন শহরে এক দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত চালায়। এতে তিনজন নিহত এবং চারজন আহত হয়। জানা গেছে, শুক্রবার জার্মানির জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি উৎসবে যোগ দিয়েছিল সেখানকার বাসিন্দারা। উৎসবটি শুক্রবার শুরু হয়ে রোববার শেষ হওয়ার কথা ছিল।
স্থানীয় গণমাধ্যম জানায়, জোলিঙ্গেন শহরের ছুরি হামলার শিকার কয়েকজন নিহত হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, আচমকা এমন হামলা টের পায়নি অনেকেই। হামলার পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।