আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ধ্বংস্তুপে পরিণত হওয়া গাজা উপত্যকার খান ইউনিস এলাকার পূর্ব দিকে এবং আল নুসেইরাত শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলের শেল হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে এই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও এক নারীও রয়েছেন।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। ওয়াফা আরও বলেছে, হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিশোধ হিসেবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।