আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) এই হামলা চালানো হয়। এছাড়া ট্যাংক এবং বুলডোজার নিয়ে দেইর আল বালাহতে অভিযান চালানোর পর ওই এলাকা থেকে গত দুই দিনে এক লাখ মানুষ অন্যত্র পালিয়ে গেছে। খবর : আল জাজিরা
এদিকে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধ বন্ধ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাঝেই হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। যুদ্ধ বন্ধের আলোচনায় হামাসের হয়ে নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র নেতা খালিদ আল হায়া। অন্যদিকে ইসরায়েলের রাস্তায় আবারও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভে তারা জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।