ভিডিও

এ পর্যন্ত গাজায় ৪০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ধ্বংসস্তুপে পরিণত হওয়া অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪০,৬০২ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর ৯৩,৮৫৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় অন্তত আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষার বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে যে, জাবালিয়া এবং খান ইউনিসসহ গাজার বিভিন্ন স্থানে হামলা চলছে। খবর : আল জাজিরা।

ইসরায়েলি বাহিনী জেনিন শহর অবরোধ করে রেখেছে, ফলে ফিলিস্তিনিরা খাবার, পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে পশ্চিমতীরে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন প্রতিবন্ধী এবং কয়েকজন শিশু রয়েছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালানোর পর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। সেই থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় কমপক্ষে ৪০,৬০২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ৯৩,৮৫৫ জন আহত হয়েছে।

এদিকে, গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য মানবিক বিরতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন বলেছেন, গাজা উপত্যকার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি আগামী রোববার থেকে শুরু হবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS