ভিডিও

স্পেনে বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৯:৩৩ সকাল
আপডেট: জুন ১৭, ২০২৪, ০৯:৩৩ সকাল
আমাদেরকে ফলো করুন

স্পেনের রাজধানী মাদ্রিদে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

 

দেশটিতে বিভিন্ন খোলা জায়গায় ও বেশ কয়েকটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন ও একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।

 

সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে স্পেনে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম এবং অনেক কূটনৈতিক ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন।

বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ক্যাসিনো পার্কে অনুষ্ঠিত হওয়া ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

উল্লেখ্য, স্পেনে প্রকাশ্যে পশু কোরবানি দেওয়ার নিয়ম না থাকায় স্থানীয় দোকান থেকে মাংস কিনে নেন প্রবাসীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS