ভিডিও

ইংল্যান্ড দলে নেই ফোডেন-পালমার-ওয়াটকিন্স

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চেলসি তারকা কোল পালমার, সিটি তারকা ফিল ফোডেন ও অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সকে নেশন্স লিগের ইংল্যান্ড স্কোয়াডে রেখেছিলেন ভারপ্রাপ্ত কোচ লি কার্সলি। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনজনই।

গত মৌসুমে সিটি’র হয়ে দুর্দান্ত পারফর্ম করা ফোডেন অসুস্থতার কারণে নতুন মৌসুমে সিটির হয়ে এখনও মাঠে নামেননি। যোগ দেননি জাতীয় দলের অনুশীলনেও। চেলসির ফরোয়ার্ড পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওয়াটকিন্স যোগ দিয়েছিলেন জাতীয় দলের অনুশীলনে। তবে চোটের অবস্থা পর্যালোচনা করে দুজনের নাম প্রত্যাহার করা হয়েছে স্কোয়াড থেকে। দলে ডাকা হয়েছে গত ইউরোর দলে জায়গা না পাওয়া সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে।ডাবলিনে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ শুরু করবে ইংল্যান্ড। তিন দিন পর দেশের মাঠে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS