ভিডিও

ইংলিশ প্রিমিয়ার লিগে লাল কার্ডের হ্যাট্রিক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৩:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক:ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন ও নটিংহ্যাম ফরেস্টের ম্যাচে ৩ জনকে লালকার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্যে আছেন উভয় দলের কোচ ও নটিংহ্যাম ফরেস্টের অ্যাটাকিং মিডফিল্ডার মরগান গিবস হোয়াইট।

সবার আগে লালকার্ড দেখেছেন মরগান গিসব হোয়াইট।গতকাল রোববার কী ঘটেছিল ব্রাইটনের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে, দেখে নেওয়া যাক-

৮৩ মিনিটের খেলা চলছিল। খেলার ফলাফল তখন ২-২ সমতা। এমন সময় ব্রাইটনের হোয়াও পেদ্রোকে আক্রমণাত্মকভাবে ট্যাকল করেন নটিংহ্যামের গিবস হোয়াইট। বাজে ফাউলের কারণে গিবস হোয়াইটকে দ্বিতীয় হলুদকার্ড দেখান রেফারি রভ জোনস। এতে ১০ জনের দলে পরিণত হয় নটিংহ্যাম।গিবস হোয়াইটের বিরুদ্ধে দ্বিতীয় হলুদাকার্ডের (লালকার্ড) সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নটিংহ্যামের কোচ নুনো এসপিরিতো। এমনকি গিবস হোয়াইট নিজেও তর্কে জড়ান রেফারির সঙ্গে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাইটনের কোচ ফাবিয়ান হার্জেলারও।

পরে দুই কোচকেও লালকার্ড দেখান রেফারি। বিতর্কিত এই ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়ই।

চলতি মৌসুমে ৫ খেলে এখন পর্যন্ত অপরাজিত ব্রাইটন ও নটিংহ্যাম। উভয় দলের পয়েন্ট ৯ হলেও টেবিলের ৭ নম্বরে আছে ব্রাইটন, আর ৮ নম্বরে নটিংহ্যাম।খেলা শেষে কোনো কোচই গণমাধ্যমের সামনে আসেননি। উভয় দলই মিডিয়ার সামনে পাঠিয়েছে সহকারী কোচদের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS