স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হার দেখলেও বার্সেলোনা লা লিগায় শতভাগ সাফল্য ধরে রেখেছে। রোববার ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। রবার্ট লেভান্ডোভস্কি ও রাফিনিয়া করেছেন জোড়া গোল। ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো কাতালান জায়ান্টরা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণ করতে থাকে বার্সেলোনা। যদিও ম্যাচের ৮ মিনিটে প্রথম সহজ সুযোগ মিস করে স্বাগতিকরা। বাম দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি ফরোয়ার্ড নিকোলাস পেপে। দুই মিনিট পর ইয়েরেমি পিনো বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সে গোল। ম্যাচের ২০ মিনিটে গোলের অপেক্ষা ফুরায় বার্সেলোনার। পাবলো তোরে দারুণ থ্রু বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন লেভান্ডোভস্কি। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তিনি। ইয়ামালের ক্রসে দূরের পোস্টে এরিক গার্সিয়ার হেড গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে ওভারহেড কিকে জালে পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। ৩৮ মিনিটে স্বাগতিক ভিয়ারিয়াল ব্যবধান কমায় আয়োজ পেরেজের গোলে। ৫৮ মিনিটে পাবলো তোরের গোলে ব্যবধানটা ৩-১ করা বার্সার শেষ দুটি গোল করেন রাফিনিয়া।বার্সেলোনা তাদের কিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে হাফটাইমের আগে হারায়। ইনজুরির ব্যথায় কাতরাতে থাকা জার্মান কিপারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। তার বদলি হিসেবে নামা ইনিয়াকি পেনা ভালোই করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।