ভিডিও

ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন তিনি। 

আলাভেসের বিপক্ষে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে গোল করেছেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লে আনচেলত্তি জানান, কিছুটা ব্যথা অনুভব করেছেন এমবাপ্পে। তবে রিয়াল মাদ্রিদের মেডিকেল বোর্ড পরীক্ষা করে আরও বড় ইনজুরি পেয়েছে। বিবৃতি দিয়ে ক্লাব বলেছে, বাঁ-পায়ের ঊরুর মাংসপেশিতে ব্যথা পেয়েছেন এমবাপ্পে। 

রিয়াল মাদ্রিদ আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে। ওই ম্যাচসহ তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরতে পারেন তিনি। রিয়ালে যোগ দেওয়ার পর এটাই এমবাপ্পের প্রথম ইনজুরি। ব্লাঙ্কোসদের জার্সিতে তিনি সব মিলিয়ে ৯ ম্যাচ খেলে ৭ গোল করেছেন। এর মধ্যে লিগে করেছেন ৫ গোল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS