স্পোর্টস ডেস্ক : রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নও তিনি।
ইন্ডিয়ান ওয়েলসে এই সর্বকালের সেরা পুরুষ টেনিস তারকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন র্যাঙ্কিংয়ের ১২৩ নম্বর ইতালিয়ান লুক নার্দি! তৃতীয় রাউন্ডে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন নার্দি। দ্বিতীয় সেট ৩-৬ গেমে হারলেও প্রথম ও তৃতীয় সেট জিতেছেন ৬-৪, ৬-৩ গেমে। জোকোভিচকে হারিয়ে নার্দি কীর্তিও গড়েছেন। ১৯৯০ সালের পর মাস্টার্স টুর্নামেন্টে একশ’র বাইরে থাকা ষষ্ঠ খেলোয়াড় নার্দি, যিনি র্যাঙ্কিংয়ের শীর্ষ কাউকে হারানোর কৃতিত্ব দেখিয়েছেন।
জোকোভিচকে হারিয়ে ব্যাপারটাকে অলৌকিক তকমা দিয়েছেন এই ইতালিয়ান। ম্যাচের পর বলেছেন, ‘জানি না কীভাবে নিজের স্নায়ু ধরে রাখতে পেরেছি। আমার মনে হয় ব্যাপারটা অলৌকিক। কারণ আমার বয়স মাত্র ২০ বছর, র্যাঙ্কিংয়েও একশ’ (আসলে ১২৩)। এই অবস্থায় জোকোভিচকে হারানো মানে অবিশ্বাস্য ব্যাপার।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।