স্পোর্টস ডেস্ক : তানজিম সাকিবের বদলি হিসেবে দলে জায়গা করে নিয়েছিলেন ক্যাটার মাস্টার মুস্তাফিজ। জোড়া উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতেও সাহায্য করেছেন। কিন্তু নিজের স্পেলের শেষ ওভারটা করতে গিয়ে আটকে গেলেন ফিজ। স্ট্রেচারে মাঠ ছাড়তে হলো তাকে।
ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।
ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের তীব্র গরমে ক্র্যাম্পজনিত কারণেই সমস্যায় ভুগতে হয়েছে মুস্তাফিজকে। এর আগে, নিজের নবম ওভার করতে এসেও শরীরের ভারসাম্য হারিয়েছিলেন ফিজ। সে দফায় অবশ্য নিজেই উঠে দাঁড়িয়েছিলেন। এমনকি মাঠও ছেড়েছিলেন সে দফায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।