স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎ দুঃসংবাদ বাংলাদেশ দলে। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। আঙ্গুলে গুরুতর আঘাত পেয়েছেন নির্ভরযোগ্য এই ব্যাটার। তার পক্ষে পুরো টেস্ট সিরিজেই অংশ নেয়ার শঙ্কা তৈরি হয়েছে। নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পান তিনি।
বিসিবি’র নির্ভরযোগ্য সূত্রমতে, মুশফিকের সেরে উঠতে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। তাই তার পক্ষে সিলেট ও চট্টগ্রাম টেস্টে খেলা সম্ভব হবে না।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মঙ্গলবার এক গণমাধ্যমকে জানান, মুশফিকের ডান হাতের বুড়ো আঙ্গুলে ফ্র্যাকশ্চার হয়েছে। এমন ইনজুরি ভালো হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।