স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়েছে ধনাঞ্জয়া-কামিন্দু জুটি। তাদের জুটিতে ভর করেই ৩২৫ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে একটি উইকেটই নিতে পারে বাংলাদেশ। বাকিটা সময় স্বাগতিকদের ওপর শাসন করেছে সপ্তম উইকেটের এই জুটি। তাদের ব্যাটেই সিলেট টেস্টের নিয়ন্ত্রণে এখন লঙ্কান দল।
ধনাঞ্জয়া ফিফটি তুলে তা সেঞ্চুরিতে রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাট করছেন। কামিন্দুও তুলে নিয়েছেন ফিফটি। শত রান ছাড়িয়েছে দুজনের জুটি। প্রথম সেশনে এই জুটি যোগ করেছে ১০৭ রান। তাদের ব্যাটে বড় লক্ষ্যের দিকে ছুটছে সফরকারীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।