স্পোর্টস ডেস্ক : দিনের শুরুতেই তাইজুল বিদায় নেন ব্যক্তিগত ৬ রানে। তাতে ৫১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সপ্তম উইকেটে মিরাজ-মুমিনুল প্রতিরোধ গড়েন। তারা দুজন ১৭.৩ ওভার খেলে দলীয় সংগ্রহে যোগ করেন ৬৬ রান। দলীয় ১১৭ রানের মাথায় ভাঙে এই জুটি। কাসুন রাজিথার বলে কাভার দিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে মিরাজ দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ধনঞ্জয়া ডি সিলভার হাতে।
এরপর শরীফুল ইসলামকে নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে থাকেন মুমিনুল। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্ন বিরতিতে যান। বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৭ উইকেটে ১২৯। মুমিনুল ৪৬ ও শরীফুল ৩ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৩৮২ রানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।