ভিডিও

তারা যেভাবে  হেরেছে এটা জঘন্য বিচ্ছিরি : পাপন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০২:৪২ দুপুর
আপডেট: মার্চ ২৬, ২০২৪, ০২:৪২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। টাইগারদের এমন বিপর্যয়ে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর পৌনে ১টায় মিরপুরে আসেন বিসিবি সভাপতি। এ সময়ে সিলেটে দলের হার নিয়ে গণমাধ্যমের সামনে দলের হতাশাজনক পারফরম্যান্স ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে বিসিবি প্রধান বলেন, ‘এরা কেউ বাচ্চা ছেলে না যে, হঠাৎ করে আজকে ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এই কারণে আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়েই কথা বলব। সেজন্য আজকে সবার সঙ্গে বসার জন্য এখানে আসছি।

পাপন বলেন, 'সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।'

পাপন আরও জানালেন দল ওরকম খারাপ অবস্থাতে যায়নি, 'সবার কাছে যেমন লেগেছে আমার কাছেও তেমন লেগেছে ভালো লাগার কোনো কারণ নেই। আসলে এখানটায় কয়েকটা ব্যাপার আছে আমার মতামতটা বলতে পারি। প্রথম কথাটা হচ্ছে আমি এখানে হারা জেতা নিয়ে চিন্তিত না। হঠাৎ করে অন্যান্য দেশের অভিজ্ঞ খেলোয়াড়রা যখন চলে যায় নতুন একটা দল আসে তারা ৪-৫ বছর স্ট্রাগল করেই। সেদিক থেকে বলব আমাদের দলে ওরকম খারাপ অবস্থা হয়নি।'

দলে সিনিয়র ক্রিকেটাররা না থাকা এবং পেস সহায়ক উইকেটে টেস্ট খেলা নিয়ে পাপন বলেন, 'একটা হচ্ছে তামিম সাকিব মুশফিক রিয়াদের মতো খেলোয়াড়রা নেই। ওরা এই প্রথম এরকম একটা খেলা খেলতে যাচ্ছে যেখানে কেউ নেই। দ্বিতীয়ত উইকেট আমরা টোটালি অন্য ধরণের এক উইকেটে খেলছি। এটাতে করে যারা খেলছে তাদের জন্য নতুন অভিজ্ঞতা।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS