ভিডিও

মোস্তাফিজকে পুরো আইপিএল-এ দেখতে চান সাবেকরা 

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০২:১১ দুপুর
আপডেট: মার্চ ২৮, ২০২৪, ০২:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএল-এ বল হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে রেখেছেন মোস্তাফিজুর রহমান। আসরের শুরুতেই মোস্তাফিজের এমন বোলিং মন কেড়েছে সাবেক ভারতীয় ক্রিকেটারদের। পুরো আসর জুড়েই মোস্তাফিজকে দেখতে চেয়েছেন তারা।

প্রথম ম্যাচে মোস্তাফিজের ম্যাচ জেতানো পারফর্ম্যান্সের পর জিও সিনেমার পোস্ট ম্যাচ শো-তে অনিল কুম্বলে বলেছেন, ‘সে (মোস্তাফিজ) বাঁহাতি পেসার হিসেবে অসাধারণ একজন বোলার। দুর্দান্ত বোলিং করেছে সে। আজকের দিনের সেরা বোলার ছিল মোস্তাফিজ।’

চেন্নাইয়ের সাবেক খেলোয়াড় রবিন উথাপ্পা বলেছেন, ‘আপনি সব সময় একাদশে বাঁহাতি পেসারকে রাখতে চাইবেন। গত কয়েক বছর আইপিএলে ভালো কিছু করতে পারেনি মোস্তাফিজ। তবে চেন্নাই তার সেরাটা বের করেছে। ফিজের কবজিতে বিভ্রান্ত হয়েছে ব্যাটাররা।’

বাংলাদেশী পেসাররের প্রশংসা মেতেছেন সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘চেন্নাইয়ের পিচে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য দেখাটা ছিল লোভনীয়।’ মোস্তাফিজকে আসরজুড়ে দেখার ইচ্ছাও পোষণ করেছেন ইরফান, ‘কোনো না কোনোভাবে চেন্নাইয়ের এমন কম্বিনেশনে খেলা উচিত, যেন মোস্তাফিজ খেলতে পারে।’

গুজরাটের বিপক্ষে প্রথম দুই ওভারে মোস্তাফিজ ২৩ রান দিলেও শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৭। সেই সঙ্গে নিয়েছেন দুটি উইকেট। এমন কামব্যাক মনে ধরেছে নিউ জিল্যান্ডের মিচেল ম্যাকলেনাহানের। তিনি বলেন, ‘মোস্তাফিজুর শেষ দিকে যে দুটি স্লোয়ার বল করেছে, দুর্দান্ত ছিল।’ 

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ভাষ্য, ‘এই মাঠের সঙ্গে (চেন্নাই) খাপ খাইতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই তাদের শক্তি দিয়েই খেলেছে। প্রতিপক্ষকে মাঝখানে চেপে ধরেছে তারা। এ সময় দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়েছেন মোস্তাফিজ।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS