স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে একটি উইকেটও ফেলতে পারলো না বাংলাদেশ! লঙ্কান দুই ওপেনার দুই ঘণ্টা পার করে দিলেন অনায়াসেই। যদিও জীবন পেয়েছেন মাদুশঙ্কা। তার সহজ ক্যাচ ফেলেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিংয়ে প্রথম সেশনে উইকেটশূন্য স্বাগতিকরা।
চট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচানোর মিশনে টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের নির্বিষ বোলিংয়ে শুরু থেকেই বেশ স্বস্তিতে ব্যাটিং করেছেন লঙ্কান দুই ওপেনার। নিশান মাদুশকা আর দিমুথ করুনারত্নের ওপেনিং জুটি ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশন শেষ করেছে। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন মাদুশকা। ৫৫ রানে অপরাজিত তিনি আর করুনারত্নে ব্যাট করছেন ৩৩ রান নিয়ে।
এই টেস্ট দিয়ে ১১ মাস পর সাদা পোশাকে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। এখন পর্যন্ত সাকিব দুই ওভার করে দিয়েছেন ১১ রান, হাসান ৯ ওভারে ৩১।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।