স্পোর্টস ডেস্ক : অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থান মজবুত করল রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে বিলবাওকে হারিয়েছে রিয়াল।
ম্যাচের অষ্টম মিনিটে রদ্রিগো গোলমুখ খোলেন। বাঁ দিক থেকে বল নিয়ে ঢুকে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বাঁকানো শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। হাফ টাইমের ঠিক আগে কর্নার পেয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন অরেলিয়েন শুয়োমেনি। তার শক্তিশালী হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রদ্রিগো দ্বিতীয়ার্ধে আরেকটি গোলের দেখা পান। ৭৩ মিনিটে জুড বেলিংহ্যাম কাউন্টার অ্যাটাকে যান। যথেষ্ট সময় পেয়ে বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। তারপর ইংলিশ মিডফিল্ডারের বাড়ানো বল তিনি জড়িয়ে দেন জালে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন বেলিংহ্যাম। পাঁচটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস জুনিয়রের স্থলাভিষিক্ত হন তিনি।
৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রিয়াল। দ্বিতীয় স্থানে বার্সা আট পয়েন্ট পেছনে। তিন নম্বরে থাকা জিরোনা ১০ পয়েন্ট দূরে। রিয়ালের কাছে হেরে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার আশায় বড় ধাক্কা খেলো চতুর্থ দল বিলবাও। তারা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে কেবল এক পয়েন্টে এগিয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।