স্পোর্টস ডেস্ক : ফিফা উইন্ডোতে মিয়ানমারে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এ জন্য মিয়ানমার ফুটবল ফেডারেশনের সঙ্গে ইতিবাচক আলোচনাও করেছিলেন বাংলাদেশের ফুটবল কর্তারা। দেশটির অভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত হওয়ায় এ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায় বাফুফে। নিরাপত্তাহীনতার কথা মাথায় রেখে সফরে না যাওয়ার নিরুৎসাহিত করে বাফুফেকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ চিঠির পরিপ্রেক্ষিতে সফরটি বাতিলের সিদ্ধান্ত নেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা এরই মধ্যে খেলতে না যাওয়ার বিষয়টি মিয়ানমারকে জানিয়েছে বাফুফে। ফলে টানা তিনটি ফিফা উইন্ডোতে খেলা হচ্ছে না সাবিনা খাতুনদের। ফলে ১৪ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি পেয়েছেন ক্যাম্পে থাকা ফুটবলাররা।
এর আগে গত বছর মার্চে অলিম্পিক প্রাক-বাছাই খেলতে মিয়ানমার সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের কিন্তু আর্থিক সংকটের কারণে সে সফরে জেতে পারিনি সাবিনা-সানজিদারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।