স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে রোহিত শর্মার বদলে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তার নেতৃত্ব গেলো তিন ম্যাচেই হার দেখেছে দলটি। সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরে ব্যর্থতার বৃত্তেই আটকে মুম্বাই। তাদের অল্প রানে গুড়িয়ে দিয়ে ৩ উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট।
সোমবার নিজেদের মাঠে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে করতে পারে স্বাগতিক মুম্বাই। জবাবে রিয়ান পরাগের অপরাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে ২৭ বল আগে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান। ১২৬ রানের জবাবে খেলতে নেমে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও রবিচন্দ্রন অশ্বিন ও পরাগের ৪০ রানের জুটিতে কিছুটা চাপটা কাটিয়ে উঠে রাজস্থান। অশ্বিন ১৬ রানে আউট হলেও পরাগ ও শুভম দুবের ১৯ বলে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দুবে ৬ বলে ৮ এবং পরাগ ৫৪ রানে অপরাজিত থাকেন। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন পরাগ। মুম্বাইয়ের হয়ে আকাশ মাধওয়াল ২০ রানে তিনটি উইকেট নিয়েছেন।
এর আগে ট্রেন্ট বোল্টের গতির সামনে শুরুতেই খেই হারিয়েছে মুম্বাই। প্রথম ওভারের পঞ্চম বলে স্ট্রাইক পেয়েই আউট হন রোহিত শর্মা। ষষ্ঠ বলে ক্রিজে এসে বিদায় নেন ধির। মাঝে এক ওভার বিরতি। তৃতীয় ওভারে আবার গোল্ডেন ডাক মারেন ডিওয়াল্ড ব্রেভিস। মুম্বাইয়ের বিপক্ষে তিনটি উইকেটই নেন রাজস্থানের কিউই পেসার বোল্ট। সোমবার ওয়াংখেড়েতে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুর ধস সামলাতে না পেরে মাত্র ১২৫ রানে থামে মুম্বাই। তিন গোল্ডেন ডাকে বাজে রেকর্ডেও নাম লিখিয়েছে তারা। আইপিএলে ষষ্ঠবারের মতো কোনও দলের প্রথম চার ব্যাটারের তিনজনই শূন্য রানের রেকর্ডে নাম লেখালো। সর্বোচ্চ ৩৪ রান আসে তিলক ভার্মার ব্যাট থেকে। হার্দিক পান্ডিয়া করেন ২১ বলে ২৯ রান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বোল্ট। এছাড়া যুজবেন্দ্র চাহাল ১১ রানে নেন তিনটি উইকেট। দুটি উইকেট নেন বার্গার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।