স্পোর্টস ডেস্ক : পাঁচদিনের চলমান টেস্টের চতুর্থদিন আজ। এর মধ্যেই ম্যাচ শেষ না করে শ্রীলঙ্কার বিমান ধরেছেন দেশটির ক্রিকেটার দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কা দল জানিয়েছে, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে’ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ দুদিন থাকা হচ্ছে না শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১০৪ বল খেলে ৫৯ রান করেছেন চান্দিমাল। গতকাল দ্বিতীয় ইনিংসে করেছেন ৭ বলে ৯ রান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই খেলবে শ্রীলঙ্কা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।