স্পোর্টস ডেস্ক : প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ১৩২ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছেন অধিনায়ক শান্ত। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে ৫৫ বলে ২০ রান করে ফিরেছেন তিনি।
টেস্ট সিরিজে চার ইনিংসে এটিই সর্বোচ্চ তার। তার বিদায়ে ভাঙে মমিনুলের সাথে গড়া ৬৮ বলে ৮৩ রানের জুটি। এরপর ফিফটি করে ফিরে গেছেন মমিনুল।
৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ১৪ রানে আছেন সাকিব ও এ প্রতিবেদন লেখার সময় রানের খাতায় খোলেননি লিটন দাস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।