ভিডিও

এমবাপের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি

প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৪, ০১:০৫ দুপুর
আপডেট: এপ্রিল ০৪, ২০২৪, ০১:০৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপের একমাত্র গোলে স্টেড রেনেসকে ১-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি। গতকাল বুধবার রাতে পিএসজির হয়ে একমাত্র গোলটি ম্যাচের ৪০ মিনিটে করেন এমবাপে। ফাবিয়ান রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফরাসী বিশ্বকাপজয়ী তারকা।

তবে পিএসজি গোল পেতে পারতো আরও আরেকটু আগেই, যদি এমবাপে পেনাল্টি মিস না করতেন। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি মিস করেন ২৫ বয়সী তারকা ফুটবলার এমবাপে। তার বাঁপায়ের শট রুখে রেনেসের গোলরক্ষক স্টিভ মান্দান্দা। তবে এদিন পুরো ম্যাচেই ছিল পিএসজির দাপট। ম্যাচের প্রায় ৭০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছিল এমবাপেরা। তবে পিএসজির আক্রমণের ফাঁকে ফাঁকে রেনেসও গোল করার বেশ কিছু চেষ্টা চালিয়েছে।

আগামী ২৫ মে ফাইনালে লায়নের মুখোমুখি হবে পিএসজি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS