স্পোর্টস ডেস্ক : শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামে আল-নাসর ও দামাক। ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে নাসর। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আইমেরিক ল্যাপোর্টে।
আল-নাসরের শুরুর একাদশে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দ্বিতীয়ার্ধে তাকে নামানো হলেও সুবিধা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার দল গোলের দেখা পায়। ম্যাচটিতে ৬৬ মিনিটে মাঠে নামানো হয় রোনালদোকে। তবে তিনি নেমেও স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা সিআরসেভেন এ দিন যেন নিজের ছায়া হয়েই ছিলেন। তবে যোগ করা সময়ে তার দল গোল পাওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আল-নাসর।
লিগের অপর ম্যাচে আল-খালিজের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আল-হিলাল। দলটির হয়ে জোড়া গোল করেন ম্যালকম। একটি করে গোল করেন সালেহ আল-সেহরি ও আব্দুল্লাহ আল হামদান। অপরদিকে খালিজের হয়ে গোল করেন মোহাম্মেদ শেরিফ। অপর দুটি ম্যাচ সমতা দিয়ে শেষ হয়েছে। আল-ইত্তিহাদ ও আল-তাউন ম্যাচে হয়েছে গোল শূন্য ড্র। আল-ওয়েহদা ও আল-আহলি ম্যাচে ১-১ ড্র হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।