স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে কেভিন ডি ব্রুইনের জোড়া গোলে তারা ৪-২ ব্যবধানে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানসিটি। ক্রিস্টালের জিয়ান ফিলিপে মাতেতা ডান পায়ের শটে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন অ্যাডাম হোয়ার্টন। ১৩ মিনিটের মাথায় সমতা ফেরায় ম্যানসিটি। এ সময় গোল করেন ডি ব্রুইন। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই। বিরতির পর পরই এগিয়ে যায় স্কাই ব্লুজরা। এসময় রিকো লিউইস গোল করে এগিয়ে নেন ম্যানসিটিকে। ৬৬ মিনিটে ডি ব্রুইনের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল পান আরলিং হালান্ড। তাতে ব্যবধান বেড়ে হয় ৩-১। ৭০ মিনিটের মাথায় ডি ব্রুইন তার জোড়া গোল পূর্ণ করলে ম্যানসিটি এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। এই গোলে তাকে সহায়তা করেন রদ্রি। ৮৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের ওডসোনে এডুয়ার্ড গোল করে ব্যবধান কমান। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
এই জয়ে ৩১ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ম্যানসিটি। ৩০ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে দ্বিতীয় স্থানে। আর ৩১ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।