ভিডিও

রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশায় জাভি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ০৪:০৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ঐতিহ্যটা বার্সার শক্তি আর দারুণ অতীত প্রেরণা; এই দুয়ের সমন্বয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের বাকি পথটা পেরিয়ে যেতে চাইছে জাভি হার্নান্দেজের দল। আপাতত তাদের চোখ সেমিতে। যদি সেই আশাও পূরণ হয়ে যায়, তাহলে বড় কিছু চাইতেই পারে। আজ বাংলাদেশ সময় রাত ১টায় ফিরতি লেগে পিএসজি’র মুখোমুখি হবে বার্সা। 

প্যারিসে প্রথম লেগে ৩-২ গোলে জেতায় আজকের ম্যাচটিতে সম্ভাবনা বেশি কাতালানদের। তার ওপর নিজেদের মাঠে কোয়ার্টারের শেষ অঙ্কটা মেলানোর সুযোগ। যে পথে তাদের রয়েছে চমৎকার সব অতীত। এই যেমন পিএসজি’র সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আগের ৯ দেখায় কেবল দু’বার হেরেছিল বার্সা। এটাই আজকের ম্যাচে তাদের জন্য বড় কিছু। সেই সঙ্গে শিরোপা জেতা কিংবা রেকর্ড গড়া সর্ব ক্ষেত্রেই বার্সার পাল্লাটা ভারী। যেখানে পিএসজি প্রথম শিরোপার পেছনে ছুটেই হয়রান। সব মিলিয়ে হেড টু হেডের পরিসংখ্যান দেখে খুব একটা স্বস্তিতে থাকার উপায় নেই বার্সার। এখন পর্যন্ত দু’দলের ১৩ বারের দেখায় পাঁচ ম্যাচ জিতেছে বার্সা। আর চার ম্যাচে জয় পায় পিএসজি। বাকি চার ম্যাচ হয় ড্র। গোল হজমেও কাছাকাছি তারা। ১৩ বারের মুখোমুখি দেখায় বার্সা গোল হজম করে ২৩টি আর পিএসজি ২৬টি। এদিকে ১৩তম বারের মতো বার্সা চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে যাওয়ার জন্য লড়বে। এই লড়াইয়ে বার্সা কোচ জাভির সারথি তরুণের পাশাপাশি ফিনিশার রবার্ট লেভানডস্কি। চলমান মৌসুমে ৪১ ম্যাচে কুড়ি গোল করেছেন তিনি। যদিও ম্যাচটা ক্যাম্প ন্যুতে হবে না।

সংস্কারের কারণে স্তাদিও অলিম্পিকে গড়াবে ম্যাচটি। যে কারণে জাভি দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন এই ম্যাচ কোনো কোচের নয়, খেলোয়াড়দের। তার মানে হার-জিতে তার গদি থাকবে কিনা, সেটা নিয়ে তিনি খুব একটা ভাবছেন না। কারণ আগেই তিনি বার্সা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন, ‘এই ম্যাচটি কোচের জন্য নয়, খেলোয়াড়দের জন্যই। আমাদের সমর্থন লাগবে।’ তিনি আরও যোগ করেন, ‘লিডের ওপর ভরসা করে থাকা দল আমরা নই। আমরা পিএসজির পা থেকে বল ছিনিয়ে নিয়ে ম্যাচ জিততে চাই। আমার মনে হয়, প্রথম লেগের মতোই রোমাঞ্চকর এক লড়াই হবে।’

আর পিএসজির মূল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে হলেও আরও কয়েকজন থাকবেন নজরে। যদিও দেম্বেলেকে নিয়ে বেশ ঝুঁকিতে কোচ লুইস এনরিকে। কারণ আরেকটা কার্ড দেখলে পরের ম্যাচে আর দেখা যাবে না এই ফরাসিকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS