স্পোর্টস ডেস্ক : আবারও জাতীয় দলে ফিরতে তামিম ইকবালকে অনুরোধ করেছেন বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংকের ম্যাচের পর।
ম্যাচ শেষে আবাহনীর ড্রেসিংরুমে আসেন তামিম। সে সময় শান্তর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ধারণা করা হচ্ছে দেশসেরা ওপেনারকে জাতীয় দলে ফেরার অংশ হিসেবে হয় এ আলোচনা। যদিও বৈঠক শেষে অবশ্য অধিনায়ক শান্ত অবশ্য খোলাসা করেননি কী কথা হয়েছে তাদের।
ড্রেসিংরুমে তামিমের সঙ্গে বাংলাদেশের অধিনায়কের কী কথা হয়েছে তা জানতে চাওয়া হয় শান্তর কাছে। এমন প্রশ্নের জবাবে শান্ত গণমাধ্যমকে বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক।’ তিনি আরও যোগ করেন, ‘স্বাভাবিকভাবে আমি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’ শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’
তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন তামিম। আর বয়স এবং ফিটনেসের জন্য টেস্ট খেলতে আগ্রহী নন তিনি। তবে বিসিবি চাইছে অন্তত ওয়ানডে খেলুক তামিম। ওপেনার লিটন দাসের ফর্মহীনতা দলে তার গুরুত্ব বাড়িয়েছে। বিপিএলের সর্বশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ডিপিএলেও আছেন ছন্দে। তামিমের ব্যাটিং কেমন দেখলেন এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ না কারণ এটা নির্বাচকরা দেখবেন। কিন্তু আমি একজন খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই উনাকে দেখে আসছি, যখনই উনি ব্যাটিং করেন উপভোগ করি। দুর্ভাগ্যজনকভাবে আজকে রান করতে পারেননি কিন্তু ডিপিএলে ভালো খেলছেন, বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। উনার প্রত্যেকটা ইনিংসও উপভোগ করেছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।