ভিডিও

চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি যারা

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। তিন দেশের চার দল জায়গা করে নিয়েছে শেষ চারে। কোয়ার্টারে ইংল্যান্ডের দুইটি ক্লাব থাকলেও একটিও পারেনি সেমি নিশ্চিত করতে। 

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বায়ার্ন মিউনিখ। আর অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠে ম্যানসিটিকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পা দেয় রিয়াল মাদ্রিদ। এর আগে, বার্সাকে বিদায় করে পিএসজি এবং অ্যাতলেটিকোকে হারিয়ে বরুশিয়া নিজেদের জায়গা নিশ্চিত করে সেমিফাইনালে। 

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ড্রয়ের সময়ই জানা গিয়েছিল, সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে। সেমিতে ফরাসি ক্লাব পিএসজি লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আরেক সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লড়াই শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে ৭ মে।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সূচি :
বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ
বরুশিয়া ডর্টমুন্ড-পিএসজি



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS