স্পোর্টস ডেস্ক : ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ডি মারিয়ার নামের পাশে ‘খলনায়ক’ শব্দই বসছে। কারণ টাইব্রেকারে শট নিয়ে মিস করেছেন তিনি। তার দল বেনিফিকাও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।
অপরদিকে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। লিলি’র বিপক্ষে টাইব্রেকারে জোড়া শট ফিরিয়ে নায়কের ভূমিকায় এই গোলরক্ষক, এতে তার দলও উঠেছে সেমিফাইনালে।
বৃহস্পতিবার রাতের ম্যাচে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স ক্লাব মার্সেই। প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শটই মিস করেন বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে পরে ম্যানইউ-পিএসজি ঘুরে ঘরে ফেরা ডি মারিয়া। ঘরের মাঠে খেলা মার্সেই শুরুর ৪ শটেই গোল করে। অন্য দিকে বেনফিকার অ্যান্তোনিও সিলভা চতুর্থ শটটি মিস করায় মার্সেই ৪-২ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট কাটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।