ভিডিও

স্বস্তির জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১১:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গানার্সরা। এতে তিন ম্যাচের পর জয়ের দেখা পেল আর্সেনাল।

শুরু থেকেই উলভারহ্যাম্পটনকে চাপে রাখে আর্সেনাল। তবে বল দখলে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে পারছিলেন না তারা। মনে হচ্ছিল সমতায়ই শেষ হতে যাচ্ছে প্রথমার্ধ। তবে ৪৫ মিনিটে দুর্দান্ত এক গোলে আর্সেনালকে এগিয়ে নেন ট্রোসার্ড। ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুসের কাছ থেকে বল পেয়ে উলভারহ্যাম্পটনের খেলোয়াড়দের ভেতর দিয়ে আড়আড়ি শটে জাল খুঁজে নেন তিনি। চলতি আসরে এটি বেলজিয়ান ফরোয়ার্ডের নবম গোল। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এতে তিন ম্যাচ পর জয়ে ফেরার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার দল।

৩৩ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে ৭৪ পয়েন্ট আর্সেনালের। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে সিটি। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। ৩৩ ম্যাচে চতুর্দশ হারের পর ৪৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে উলভারহ্যাম্পটন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS