ভিডিও

রেকর্ড উলোটপালট করে জয় হায়দ্রাবাদের 

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ১২:৪১ দুপুর
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১২:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : জেতার সর্বাত্মক চেষ্টা করলো দিল্লি ক্যাপিটালস কিন্তু পেরে উঠলো না। আড়াইশ’ ছাড়ানো লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেল দুইশ’র আগে। তাতে ৬৭ রানের বড় জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। উঠে এলো পয়েন্ট টেবিলের দুইয়ে।

শনিবার (২০ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির সামনে লক্ষ্য ছিল ২৬৭ রান। জিততে হলে দিল্লিকে বিশ্ব রেকর্ড গড়তে হতো। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে এত বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানই ২৬২। পারলো না ঋষভ পন্তের দলও। থামলো ১৯৯ রানে।

সাত ম্যাচের ৫টিতে জেতা দলটির ওপরে আছে শুধু রাজস্থান রয়্যালস (৭ ম্যাচে ১২ পয়েন্ট)। অন্যদিকে অষ্টম ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল দিল্লি। রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ফেরেন পৃথ্বী শ। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৩ বলে ১ রান করে ফেরেন দ্বিতীয় ওভারের শেষ বলে। ততক্ষণে অবশ্য ২৫ রান তুলে ফেলে দলটি। কারণ অপর প্রান্তে ছিলেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। অভিষেক পোরেলকে নিয়ে ৪ ওভারেই ৮৪ রান তুলে ফেলেন এই তরুণ। সেই সঙ্গে তুলে নেন ১৫ বলে হাফ সেঞ্চুরি। যা চলতি আইপিএলের দ্রুততম ফিফটি। শেষে ম্যাকগার্ক থেমেছেন ৫ চার ও ৭ ছক্কায় ১৮ বলে ৬৫ রানে। এরপর ২২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রান করা পোরেল ফেরেন ২ ওভার পরেই। দলের রান তখন ১৩৫। কার্যত সেখানেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দিল্লি।

অধিনায়ক পন্ত এরপর শুধু ব্যবধান কমানোর কাজটিই করেছেন। উইকেটকিপার ব্যাটসম্যান ৩৫ বলে ৪৪ রান করে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। আর তাতেই ২০০ এর আগেই গুটিয়ে যায় দলটি। এর আগে এর আগে হায়দরাবাদ বড় স্কোর দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ঝড়ে। হেড ৩২ বলে ১১ চার ও ৬ ছক্কায় খেলেন ৮৯ রানের বিস্ফোরক ইনিংস। তার সঙ্গে ৩৮ বলে ১৩১ রানের উদ্বোধনী জুটির পথে অভিষেক ১২ বলে ৬ ছক্কা ও ২ চারে করেন ৪৬ রান। বাকিটা করেন ৫ ছক্কা ও ২ চারে ২৯ বলে ৫৯ রান করা শাহবাজ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS