ভিডিও

শিরোপার আরও কাছে পিএসজি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ১২:১৫ দুপুর
আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ১২:১৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লিগ শিরোপার আরও কাছে পিএসজি। রোববার পার্ক দে প্রিন্সেসে লিওঁকে ৪-১ গোলে হারিয়েছে তারা। 

রোববার রাতে ঘরের মাঠে লিওঁর বিপক্ষে সবগুলো গোলই ম্যাচের প্রথমার্ধে করে পিএসজি। লিওঁর করা একমাত্র গোলটিও ছিল প্রথমার্ধেই। অর্থাৎ ম্যাচের ৫ গোলের সবগুলোই প্রথমার্ধে। ম্যাচের মাত্র ৩ মিনিটে আত্মঘাতী গোলে প্রথম লিড পায় পিএসজি। লিওঁর লিমাঞ্জা মাতিক ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ৬ মিনিটে পিএসজিতে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে বাকি গোল দুটি করেন রামোস। অপরদিকে লিওঁর হয়ে একমাত্র গোলটি করেন আর্নেস্ট ন্যুমা। ৩৭ মিনিটে গোলটি করেন তিনি।

২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিওঁ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS