ভিডিও

শিরোপার হাত ছোঁয়া দূরত্বে পিএসজি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ১২:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে লরিয়েন্তেকে ৪-১ গোলে  হারিয়ে শিরোপা ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লুইস এনরিকের দল।

পিএসজি ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন উসমান ডেম্বেলে। তিন মিনিট পরই ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপে। এরপর অবার ডেম্বেলের গোল। তিনি ৬০ মিনিটে দলকে তিন গোলের লিড এনে দেন। ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে লরিয়েন্তে। তবে শেষ সময়ে আরেক গোল করে জয়ের ব্যবধান বড় করে নেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থাকা ফ্রান্সম্যান। এই জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা প্যারিসের দলটি।

৩০ লিগ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। সমান ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী মোনাকো ৫৮ পয়েন্ট তুলেছে। অর্থাৎ পিএসজি এগিয়ে আছে ১১ পয়েন্টে। এমবাপ্পেদের হাতে আছে আর ৪ ম্যাচ। এর মধ্যে একটিতে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS